• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

অনতি দীর্ঘ স্বপ্ন গুলো


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০১৯, ১১:১০ AM / ৩২
অনতি দীর্ঘ স্বপ্ন গুলো

শিল্পী মাহমুদা
———————————————-
মনের কারাগারে অভিমান জমা অন্তরীক্ষে থই থই
মন খারাপের জল কণা ,
বিমর্ষ বোধ নিয়ে স্মৃতির মিছিলের
আলিঙ্গনে আজ যাবোনা ।

জীবনের পোস্টকার্ডে বুনো বৃষ্টি কাতর আবেগের ঠিকানা
যাবো ভুলে ,
ব্যঙ্গময় অনতি দীর্ঘ শুন্যতা ঝেড়ে ফেলে
সুখ স্বপ্ন গুলো নেবো তুলে ।

আহ্লাদী অলস বিকল পাজর
সোনালী চাওয়া গুলো নেবে শ্বাস ,
করবো কিছুটা সময়
এক সমুদ্র ভালবাসা তোমার বাহুডোরে বাস ।

বলবো দুষ্টুমিতে
ভালোবাসি না ,
সূর্য তনয়ার আভরণের মতো কেন
শুনবে সে মানা?

বোতামবিহীন হৃদপিণ্ডের হবে বাড়াবাড়ি
ব্যকুল আবেগের আর
মিস্টি অভিমানের হবে ছড়াছড়ি ,
বন্ধ চোখে গূঢ় গূঢ় স্পর্শে
কিছুটা বুনো স্বপ্ন এঁকে
মিথ্যাই বলবো আড়ি!

উতলা চড়া মন আঁকড়ে
হৃদয় হৃদয়ে রবে মহাউল্লাস ,
দুটি আত্মার তৃপ্তি হবে
বেদনাকে তাড়িয়ে নেবো নি:শ্বাস।