• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

অতীত-বর্তমান-ভবিষ্যৎ


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৪, ১১:৫৫ PM / ১২৮
অতীত-বর্তমান-ভবিষ্যৎ

আবু নাসির
____________________________________________
সামনে কেবল বর্তমান অতীত এসেছি ফেলে
ভবিষ্যতে কি হবে ভাবার অবসর না মেলে।
বর্তমান নিয়েই ব্যস্ত বেশী ভুলে গিয়েছি ভবিষ্যত
অথচ যতোই সময় গড়াবে নতুন করে চিনবে জগত।
অতীত নিয়ে কেউ ভাবে না বর্তমানকে গুরুত্ব দেয় বেশী
তবুও কেউ একটু ভাবেনা ভবিষ্যত হতে পারে গলার ফাঁসি!
আমরা মানুষ বড্ড আবেগী বর্তমান ছাড়া কিছু বুঝি না
অতীত আমাদের জীবন স্তম্ব ভবিষ্যত নিয়ে ভাবি না।
অতীত গিয়েছে পিছনে বর্তমান একদিন অতীত হবে
ভবিষ্যত এসে বর্তমান হয়ে জীবন কি তা বুঝিয়ে দিবে।
অতীতে ছিলাম যতোটা ভালো বর্তমান সুখ তা বুঝতে না চায়
বর্তমানের লোভ আর ক্ষমতা ভবিষ্যত কি তা ভুলিয়ে দেয়।
সময় গড়াবে বয়স বাড়বে আস্তে আস্তে সব যাবে দূরে
বর্তমান হাসবে অতীত হয়ে ভবিষ্যত আঘাত করবো দোরে।
সময়,শক্তি,ক্ষমতা অর্থ যখন নিবে বিদায়
আফসোস করবে শেষ বিকেলে কেউ খুঁজবে না আর তোমায়।
জীবনের বাস্তবতা কি তখন তুমি টের পাবে
তোমার বিশাল জগত ছোট হয়ে শূণ্যে পৌঁছবে।
যতোই তখন আফসোস করো কোন কাজে লাগবে না
অতীতের অতীত বর্তমানের অতীত স্মৃতি হবে ভবিষ্যত শুধু কল্পনা।
অতীত কে না ভুলে বর্তমানের করো মূল্যায়ন
ভবিষত যখন আসবে সামনে তোমায় সবাই করবে স্মরণ।।