• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

অতিরিক্ত ঘাম হলে কি করবেন?


প্রকাশের সময় : মে ২৮, ২০১৭, ১০:৩১ AM / ৩২
অতিরিক্ত ঘাম হলে কি করবেন?

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : শুধু রোদ, গরম বলে নয়। অনেকেই আছেন, যাঁদের প্রচুর ঘাম হয়। আর ঘাম হলেই, সঙ্গে আসে দুর্গন্ধ। কিন্তু রূপের সঙ্গে কোনও কম্প্রোমাইজ় নয়। তাই প্রচুর ঘাম হলেও কীভাবে ফ্রেশ লুক পাবেন, তার জন্য রইল গ্রুমিং টিপস্ –

ড্রাই শ্যাম্পু : প্রত্যেকদিন শ্যাম্পু করা যায় না। কিন্তু ঘাম হলে চুলে ও স্কাল্পে বড্ড দুর্গন্ধ হয়। কেমন একটা চিপচিপেভাব দেখা দেয়। এমন অস্তত্বিকর পরিস্থিতি এড়িয়ে চলতে ব্যবহার করতে পারেন ড্রাই শ্যাম্পু। চটজলদি ব্যবহারও করা যায় এবং নিমেষের মধ্যে চিপচিপেভাব ও দুর্গন্ধের হাত থেকে নিস্তার মেলে।
ফুট স্প্রে : জুতো, মোজা পরলে পায়ে ঘাম হয়। তার ফলে বিচ্ছিরি দুর্গন্ধ হয় পায়ে, সহ্যই করা যায় না। এমনটা হলে ব্যবহার করুন ফুট স্প্রে।

অ্যান্টিপার্সপিরেন্ট ওয়াইপস্ : যদি বেশি ঘাম হয়, ব্যবহার করুন অ্যান্টিপার্সপিরেন্ট ওয়াইপস্। তাতে ত্বকের উপর নোংরাও দূর হবে, আপনি সতেজ বোধ করবেন।

অ্যান্টিপার্সপিরেন্ট হ্যান্ড লোশন : অনেকের হাত পা খুব ঘামে। সেক্ষেত্রে ব্যবহার করুন অ্যান্টিপার্সপিরেন্ট হ্যান্ড লোশন। অনেকটা ফ্রেশ বোধ করবেন।

সোয়েট ফ্রি সানস্ক্রিন : অয়েল ফ্রি সানস্ক্রিন যেমন পাওয়া যায়, তেমনই পাওয়া যায় সোয়েট ফ্রি সানস্ক্রিন। সাধারণ সানস্ক্রিন ব্যবহার করলে, অতিরিক্ত ঘামে সব ধুয়ে মুছে যাবে। সোয়েট ফ্রি সানস্ক্রিন ব্যবহার করলে তা ত্বকের উপর দীর্ঘসময় পর্যন্ত থাকবে। আপনিও ফ্রেশ থাকবেন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৩০এএম/২৮/৫/২০১৭ইং)