• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

১৫ মে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০১৭, ৮:১২ PM / ৪৭
১৫ মে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু

ঢাকারনিউজ২৪.কম:

নতুন বোর্ডের অধীনে আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত দেশের সব কওমি মাদ্রাসায় অভিন্ন প্রশ্নে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রোববার চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসায় কওমি মাদ্রাসার সনদের মান বাস্তবায়ন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী।

সভা শেষে কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, সভায় সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৫-২৫ মে পর্যন্ত দেশের সব কওমি মাদ্রাসায় অভিন্ন প্রশ্নে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়ার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। শিগগির ঢাকায় বোর্ডের কার্যালয় নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.১৫পিএম/১৬//২০১৭ইং)