• ঢাকা
  • বুধবার, ২২ মে ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

সাঘাটায় রোপা ইরি ক্ষেত বিনষ্ট


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০১৭, ৮:২২ PM / ৩৮
সাঘাটায় রোপা ইরি ক্ষেত বিনষ্ট

ছাদেকুল ইসলাম রুবেল: গাইবান্ধার প্রতিনিধি ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া সরদার পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৩ বিঘা জমিতে রোপনকৃত রোপা ইরি ক্ষেত ঔষধ প্রয়োগ করে বিনষ্ট করা হয়েছে। অভিযোগে জানাগেছে, উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া সরদার পাড়া গ্রামের আব্দুল ওহাব মুন্সি’র প্রায় ৩ বিঘা জমিতে চলতি মৌসুমে রোপা ইরি ধান রোপন করেন। ঘটনার দিন গত মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুর রশিদ ভূট্টু উক্ত জমিতে রোপনকৃত রোপা ইরি ক্ষেতে ঔষধ প্রয়োগ করে বিনষ্ট করেছে।

জমির মালিক আব্দুল ওহাব মুন্সি জানান, পূর্ব শত্রুতার জের ধরে জমি জমা নিয়ে আব্দুর রশিদ ভূট্টু’র সাথে দীর্ঘ দিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। এর সূত্র ধরেই গত মঙ্গলবার রাতের আধারে ঔষধ প্রয়োগ করে জমির ধান বিনষ্ট করে। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রশিদ ভূট্টু জানান, জমি জমা নিয়ে আমার সাথে বিবাদ আছে ঠিকই, কিন্তু জমির ধান বিনষ্ট করার ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা। এ ব্যাপারে সাঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.২২পিএম/১৯//২০১৭ইং)