• ঢাকা
  • শনিবার, ১৫ Jun ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

ব্যাথার সুর


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৪, ৩:১১ PM / ১৪৮
ব্যাথার সুর

আবু নাসির

____________________________________________

আমার গানে সুর ছিলো না
তাল ছিলো না
ছিলো ভালোবাসা
যার ছোঁয়াতে পাবে তুমি
বেঁচে থাকার আশা।
তোমার গানের মধুর সুরে
প্রেম ছিলো না বলে
ঐ সুরে দগ্ধ হলাম
বিরহের অনলে।
তাইতো আমি যাই না সেথা
যেথা থাকো তুমি
তোমার চলার পথে আর
চলবো না তো আমি।
হাসিতে যার বিষে ভরা
নাই প্রানের ছোঁয়া
তার পাশে বন্ধ হয় শ্বাস
ভরা কালো ধোঁয়া।
যার ছোঁয়াতে ক্ষতি ছাড়া
নেই কো প্রানের ছন্দ
ঝরায় শুধু ব্যথার অশ্রু
নাই জীবন আনন্দ।।