• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

বৈশাখি স্মৃতি


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৮, ৫:১৪ PM / ৫৪
বৈশাখি স্মৃতি

মোঃ শহীদুল ইসলাম ফকির
________________________________

বৈশাখ এলে এখন মানুষ
পানতা ইলিশ খুঁজে,
বৈশাখের যে আসল মজা
কয়জনে তা বুঝে?

আমরা যখন ছোট ছিলাম
শুরু চৈত্রমাসের,
টাকা পয়সা জমা করতাম
ব্যাংকটা ছিলো বাঁশের।

বৈশাখ এলে সকাল বেলা
পয়সার পুটলি নিয়ে,
বন্ধু বান্ধব সবাই মিলে
হাজির মেলায় গিয়ে।

মেলা হইতো শুকনা বিলে
থাকতো ধানের নাড়া,
কেউবা গিয়ে আইলে বসতাম
কেউবা থাকতো খাড়া।

দেখতাম গিয়ে শক্তির লড়াই
গাঙ্গী খেলা বলে,
বুইড়া জোয়ান গাঙ্গী ধরতো
জোয়ান পড়তো তলে।

বড় বড় ঘোড়া আসতো
খেলতো দৌড়ের খেলা,
সারাটা দিন হৈ চৈ করে
কেটে যাইতো বেলা।

হাজার রকম খেলার আসর
হইতো বাউল গান,
মুগ্ধ হয়ে শুনতো মানুষ
জুড়িয়ে যেতো প্রাণ।

এখন শুধু নাগরদোলা
মাঝে মাঝে গান,
রঙ্গীন কিছু খেলনা বিক্রি
খাওয়া মিষ্টি পান।

বৈশাখ এলে মন ছুটে যায়
চান্দের নগর গাঁয়,
শহর থেকে ছটফট করি
কই গেলো দিন হায়!