• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

ভাস্কর্য সরানোর নির্দেশ প্রধান বিচারপতি দিয়েছেন : মওদুদ


প্রকাশের সময় : মে ২৬, ২০১৭, ১:৩৬ PM / ১১৫
ভাস্কর্য সরানোর নির্দেশ প্রধান বিচারপতি দিয়েছেন : মওদুদ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, এই ভাস্কর্য অপসারণের নির্দেশ প্রধান বিচারপতি নিজে দিয়েছেন, সরকার কোন নির্দেশ দেয়নি। এই মাত্র খবর আমাকে খোকন জানালো।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমেদ বলেন, এর আগে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এই ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নেওয়া বলে এই মাত্র খবর খোকন (ব্যারিস্টারর মাহবুব উদ্দীন খোকন) আমাকে জানিয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৩৫পিএম/২৬/৫/২০১৭ইং)