• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

কবি সংসদ বাংলাদেশ এর স্থায়ী পরিষদ গঠিত


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১০:৪৯ PM / ৩৩
কবি সংসদ বাংলাদেশ এর স্থায়ী পরিষদ গঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের অন্যতম প্রধান কবি, সমাজবিজ্ঞানী ও মানবতন্ত্র প্রবর্তক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে চেয়ারম্যান এবং কবি রলি আক্তারকে মহাসচিব করে কবি সংসদ বাংলাদেশ-এর স্থায়ী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

১১ সদস্যবিশিষ্ট এই পরিষদে আরও রয়েছেন কবি কাপ্তান নূর, সাঈদা আজিজ চৌধুরী, হালিমা বেগম, কবি রাজু আলীম, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি প্রফেসর আমীর হোসেন, ড. আবু তাহের, কবি দূর্দান্ত ওবায়েদ ও মুহাম্মদ আবু তাহের।

৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠনের পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “কবি সংসদ বাংলাদেশ শুধু কবিদের সংগঠন নয়, এটি একটি মানবিক চেতনার আন্দোলন। আমরা চাই কবিতা হোক জীবনের ভাষা, ন্যায় ও নন্দনের সংলাপ। নতুন প্রজন্মের কবিদের নিয়ে আমরা এমন এক সাহিত্যভুবন নির্মাণ করতে চাই, যেখানে কলমই হবে প্রতিরোধ ও পরিবর্তনের শক্তি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে কবি সংসদকে আমরা মানবতন্ত্রের আলোয় আলোকিত করতে চাই। প্রত্যেক কবির কণ্ঠে থাকুক সমাজমানবের মুক্তির গান।”

সভায় উপস্থিত ছিলেন দেশব্যাপী বিভিন্ন শাখা থেকে আগত কবিরা। তাঁরা নবগঠিত পরিষদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আগামী ডিসেম্বর মাসে জাতীয় কবি সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।