

বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে, তারা পাথরের মতো দেশের মানচিত্র চিবিয়ে খাবে। তারা দেশকে ধ্বংসের পথে ঠেলে দেবে।”
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর এলাকায় পৌরসভার ৯নং ওয়ার্ড শাখা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে বাগাতিপাড়া পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে এখন ইসলাম ও ন্যায়ের পক্ষে একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন। জামায়াত সেই শক্তি হিসেবে জনগণের পাশে থাকতে চায়। আমরা ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”
এসময় নাটোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা একেএম আফজাল হোসেন, নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন, উপজেলা আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুর রব ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনয়ন পেয়েছেন। তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :