সোনিয়া দেওয়ান প্রীতি : সামনেই পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে পাগলা বাজার এলাকা। উৎসবের আমেজ বিরাজ করছে এলাকাজুড়ে। ‘কাকে ভোট দিবেন’ প্রশ্ন করতেই বিভিন্ন মার্কেট ও কাঁচা বাজারের ব্যবসায়ীরা অন্যান্য প্রার্থীদের পাশাপাশি কোষাধ্যক্ষ পদে সাবেক কোষাধ্যক্ষ জাহিদ হাসান বেলালকে হরিণ মার্কায় ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করবেন বলে মত প্রকাশ করেন। তাদের মতে- ‘পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে যত প্রার্থীই থাকুক না কেনো, কোষাধ্যক্ষ হিসেবে বেলাল ভাইয়ের বিকল্প নাই। তাই আমরা বেলাল ভাইকেই আবার ভোট দিব।’
এদিকে ৪ আগস্ট বৃহস্পতিবার নির্বাচনী প্রতীক পাওয়ার পর লিফলেট হাতে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করে ভোট চাইতে দেখা গেছে জাহিদ হাসান বেলালকে।
এসময় তিনি বলেন- ‘আমি বিগত দিনে পাগলা বাজার ব্যবসায়ী ও সমিতির সকল সদস্যদের পাশে থেকে নিরলসভাবে কাজ করেছি। আমার লক্ষ্য ছিল ব্যবসায়ী ভাই বোনদের যে আমানত তা কোনোভাবেই খেয়ানত করা যাবেনা। আমি আমার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কোষাধ্যক্ষ হিসেবে সেই দায়িত্ব শতভাগ পালন করেছি।’
জাহিদ হাসান বেলাল আরও বলেন- ‘এবারের নির্বাচনে সকল ভোটারদের মনোনীত ও যোগ্য প্রার্থী হিসেবে আমাকে ভোট দেন, তাহলে আমি আল্লাহর হুকুমে এবারের নির্বাচনেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি পুনরায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হলে সদস্যদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এমন কাজ করে যাবো যেনো ব্যবসায়ী ভাইয়েরা আমাকে চিরদিন মনে রাখেন। আমি নেতা নয় আমি ব্যবসায়ী ভাইদের একজন খাদেম হিসেবে কাজ করে যেতে চাই।’
ব্যবসায়ীদের প্রাণের সংগঠন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোঃ জাহিদ হাসান বেলাল। ১২ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা ও ২১ জুলাই মনোনয়নপত্র দাখিল করার পর থেকেই ৩য় বারের মত নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে পুরোদমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে এবারের নির্বাচনে ব্যবসায়ী ও সচেতন ভোটাররা এমন প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন যিনি ব্যবসায়ীদের সুখেদুখে পাশে থাকবেন ও তাদের স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করবেন। সেই ক্ষেত্রে কোষাধ্যক্ষ পদে এবারও জাহিদ হাসান বেলালকেই বিপুল ভোটে নির্বাচিত করবেন এমনটাই চাউর হচ্ছে ভোটারদের মুখে মুখে। নির্বাচনী দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জাহিদ হাসান বেলালের জয়ের পাল্লা ভারী হচ্ছে।সচেতন ভোটারদের দৃষ্টিতে কোষাধ্যক্ষ পদে জাহিদ হাসান বেলালের বিকল্প নেই।
ভিডিও সংবাদটি দেখতে নিচে ক্লিক করুন করুন-
https://www.facebook.com/dhakarn24/videos/1067312763898194