সোনিয়া দেওয়ান প্রীতি : আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে চলছে এলাকায় টান টান উত্তেজনা।
এরই মধ্যে কেউ একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন, কেউবা শেষ মুহুর্তে অপরজনকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পাগলা বাজার নির্বাচন।
৪ আগস্ট বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে অপর সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম গাজী টেনু অভিমত ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন- ‘প্রথমত জাহাঙ্গীর সাহেব নির্বাচন করবে এটি আমাদের মধ্যে আগেই নির্ধারিত ছিল। পরবর্তিতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমি প্রার্থী হয়েছি। তবে শেষ পর্যন্ত গতকাল (৩ আগস্ট) তিনি আমাকে সমর্থণ জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। বর্তমানে সভাপতি পদে আমি ‘ছাতা’ মার্কা নিয়ে নির্বাচন করছি এবং অপর প্রার্থী মনির সাহেব নির্বাচন করছেন।’
তিনি বলেন- ‘আমি বিশ্বাস করি যত বড় প্রভাবশালী ব্যক্তিই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুক না কেনো, ভোটাররা আমার বিগত সময়ের উন্নয়নকে মনে রেখে আমাকে ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করবেন।’
এদিকে নির্বাচন আসার আগেই একক প্রার্থী হিসেবে ইতিমধ্যেই যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাহাবুব আলম শিকদার। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন – ‘বিগত সময়ে আমি নির্বাচন করে বিজয়ী হয়ে পরপর ২বার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, তারও আগে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। তবে এবার পাগলা বাজারের ব্যবসায়ীরা আমাকে এককভাবে বিজয়ী ঘোষণা করে যে সম্মান জানিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিগত সময়ে যেভাবে ব্যবসায়ীদের নানা সমস্যায় তাদের পাশে থেকে কাজ করে গেছি, আমৃত্যু আমি তাদের কল্যাণে এভাবেই কাজ করে যেতে চাই।’
মাহাবুব আলম শিকদার আরও বলেন- ‘একটা গ্রুপ সব সময়ই আমাদের বিপক্ষে থাকে। প্রতিবার নির্বাচন এলেই তারা মাথাচাড়া দিয়ে উছে। আমি আশাবাদি কোনো অপশক্তি পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না এবং আগামী ১৯ আগস্ট এর নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সভাপতি প্রার্থী শাহ আলম গাজী টেনু ভাইয়ের নেতৃত্বে আমরা কমিটি গঠন করে ব্যবসায়ীদের কল্যাণে আবার কাজ শুরু করব।’
ভিডিও সংবাদটির জন্য অপেক্ষা করুন-