নিজস্ব প্রতিবেদক : তৃণমূলের পেশাদার সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হওয়া তৃণমূল সাংবাদিক সোসাইটির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় নব নির্বাচিত আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে ভার্চুয়ালি এ সভার আয়োজন করা হয়।
ভার্চুয়াল সভায় সংগঠনটির আহবায়ক মাহবুবুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আকন্দ মজিবুর, আবুল কালাম, আমিরুল হোসেন শান্ত, মোঃ ফারুক হোসাইন, ইয়াসিন আহমেদ, মানিক মিয়া, রোকসানা আক্তার পিংকি, সোনিয়া দেওয়ান প্রীতি, মামুন শেখ, তপু ঘোষাল, সোহাগ হাওলাদার, এ কে সাইফুল ইসলাম।
উক্ত সভায় কমিটির সদস্যগণ সংগঠনের রেজিস্ট্রেশন, সদস্য সংগ্রহ প্রক্রিয়া, ব্যাংক একাউন্টসহ নানা বিষয়ে মতামত রেখে বক্তব্য প্রদান করেন। এসময় তারা টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন অর্থ্যাৎ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে তৃণমুল সাংবাদিক সোসাইটি’কে ছড়িয়ে দেয়ার ও সংগঠনের অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সবার সুস্বাস্থ্য কামনা করে সমাপনি বক্তব্য রাখেন সভার সভাপতি মাহবুবুল আম্বিয়া।