সোনিয়া দেওয়ান প্রীতি : উদীয়মান তরুণ ব্যবসায়ী নেতা মাহাবুব আলম শিকদার। পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক তিনি। নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ থাকলেও একজন ব্যবসায়ী নেতা হিসেবে দল-মত নির্বিশেষে সকল সাধারন ব্যবসায়ীদের বিপদে আপদে পাশে থেকেছেন সব সময়, ব্যবসায়ী সমিতির কল্যাণে তথা সাংগঠনিক উন্নয়নেও রেখেছেন বিশেষ অবদান। ফলে ভূষিত হয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননায়।
মাহাবুব আলম শিকদার ও তার সংগঠনের বর্তমান কমিটির সকল নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টার সবচেয়ে বড় সফলতা হিসেবে পাগলা বাজারের ভেতরের নিজস্ব ভূমিতে নির্মান করা হচ্ছে ব্যবসায়ী সমিতির নিজস্ব ৪ তলা ভবন।
এ প্রসঙ্গে মাহাবুব আলম শিকদার ঢাকারনিউজকে বলেন- ‘আসলে নিজস্ব অর্থায়নে বহুতল ভবন নির্মানের মধ্যদিয়ে আমাদের অনেকদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আর এই অর্জন সম্পূর্ণই পাগলা বাজারের ব্যবসায়ীদের। ভবনটি নির্মানের মধ্যদিয়ে ব্যবসায়ীদের আরও উন্নয়ন হবে বলে আশা করি।’
শুধু ব্যবসায়ীদের কল্যাণেই নয়, গত বছর ২২ জুন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির মার্কেটের সামনে সাংবাদিকদের উপর ব্যবসায়ী ও স্থানীয় জনতার হামলার ঘটনায় উভয় পক্ষের সমঝোতায় বিশেষ ভূমিকা রেখেছেন তিনি।
এছাড়া মহামারী করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের কল্যাণে নিয়েছেন বহুমুখি উদ্যোগ। সব মিলিয়ে একজন তরুণ ব্যবসায়ী নেতা হিসেবে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন মাহাবুব আলম শিকদার।
তিনি বলেন- ‘পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির আসন্ন নির্বাচনে পাশ-ফেইল যাই হই না কেনো, সব সময়ের মতই সাধারন ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাব।’
সবশেষে এই ব্যবসায়ী নেতা আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সকল ব্যবসায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।