কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে জনশুমারি ও গৃহগণনা কারীর শূন্যপদে আবেদনের ভিত্তিতে সুপারভাইজার ও গণনাকারী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মে)উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ.টি.এম. রিয়াসাদ পরিসংখ্যান কর্মকর্তা ও জেলা শুমারি সমন্বয়কারী, কুড়িগ্রাম -২ (রাজারহাট উলিপুর ও চিলমারি) বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্প সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন ২০২২ সম্পন্ন হবে। এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে উপজেলা পরিসংখ্যান অফিস উলিপুর,কুড়িগ্রাম এর ৫২.০১.৪৯৯৪.০০০.১১.০০১২০-০০৪ নম্বর স্মারক ও তারিখ ২৭.০১.২০২০ মোতাবেক তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান এ অপারেশন কার্যক্রমের মধ্যেই সংশ্লিষ্ট উপজেলার ১৩ টি ইউনিয়নে ৯৩ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের অন্যত্র কর্মসংস্থান ও অন্য পেশায় যুক্ত হওয়ায় এ কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন। ফলে ঐ সব সুপারভাইজার ও গননাকারীর পদ শূন্য হয়।
জরুরী ভিত্তিতে এসব শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কুড়িগ্রাম কর্তৃপক্ষ উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় শুন্যপদে বিধিসম্মতভাবে আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই পূর্বক প্রয়োজনীয় সংখ্যক সুপারভাইজার ও গননাকারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ফলে নিয়োগ কার্যক্রম নিয়ে চলা সাময়িক সৃষ্ট প্রশাসনিক জটিলতার অবসান হয়।
