_______________________________________________
রমজান এলো রমজান এলো
চাঁদ উঠেছে ওই,
সবাই মিলে দেখছে ও-চাঁদ
অনেকে বলে কই।
সেহেরী-তে খাবার খাবো
খুব মজা করে,
ইফতারিতে রান্না হবে
হরেক খাবার ওরে।
নামায পড় রোজা রাখ
ছওয়াব পাবে ভাই,
সব রোজাদারের জন্য
ভাল খাবার চাই।
—————————————————–
রেজাউল করিম রোমেল।
চাঁচড়া, রায়পাড়া,
ইসমাঈল কলোনি,
যশোর, বাংলাদেশ।
মোবাইল -০১৭৬০-৮১৩৪৮৪।