তানিয়া দেওয়ান লিজা
_______________________________________________________
নারী মানে মা জননী
বিধাতার দেয়া রত্ন
সকল আঘাত বুকে নিয়েই
ছেলে মেয়েদের যত্ন।
নারী মানে সহধর্মিণী
আবেগ মাখা মুখ
চাওয়া পাওয়ার হিসেব ভুলে
স্বামীতেই যার সুখ!
নারী মানে সখের বৌমা
অবশেষে চাকরানী
লাল টুকটুকে শাড়ি পরে এসে
সাদা কাফনের প্রানী!
নারী মানে দাদী নানী
বড়মা বা বোন
ভালোবাসার আবেশ মাখা
হৃদয়ের টেলিফোন!
নারী মানে প্রিয় কন্যা
লেখার মাঝে ছন্দ
সাহসের বলে আলো জাগরণ
রুখে দেয় সব মন্দ!