নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের প্রচার প্রচারণার শেষ দিনে টানা ৫ ঘন্টাব্যাপী নজরকাড়া বিশাল শো-ডাউন করেছেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আয়শা আক্তার দিনা। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় তাঁতখানায় অবস্থিত দিনার কার্যালয় থেকে প্রায় ১ হাজার কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল শোডাউনটি শুরু হয়ে নির্বাচনী ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলি ঘুরেন ‘মানবতার মা’ খ্যাত সাবেক সফল এ নারী কাউন্সিলর। পরে রাত ৮টার দিকে পূনরায় নিজ কার্যালয়ের সামনে এসে শোডাউনটি শেষ হয়।
মাঝে ধনকুণ্ডা এলাকা দিয়ে যাবার সময় এলাকাবাসীর পক্ষ থেকে আয়শা আক্তার দিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন বয়সী ভোটাররা।
জমকালো এ শোডাউনে বিভিন্ন বয়সী ভোটার ও সমর্থকদের পাশাপাশি মহিলা দলের জেলা ও মহানগর কমিটির নেতবৃন্দকেও অংশ নিতে দেখা গেছে দিনার সমর্থণে। এসময় করোনায় মৃতদের লাশ গোসল করিয়ে ‘করোনা যোদ্ধা’ হিসেবে দেশব্যাপী সুনাম অর্জন করা সাবেক মেম্বার রোজিনা আক্তারকে দিনার সমর্থণে শোডাউনে অংশ নিতে দেখা গেছে। সবাই অটো রিকশায় ঘুরে ঘুরে দিনার প্রতীক ‘চশমা মার্কায়’ ভোট প্রার্থণা করেন। দীর্ঘ সময় ধরে চলা এই বিশাল শোডাউনের সামনে দাঁড়িয়ে এলাকাবাসীকে সালাম ও ভোট চাইতে দেখা যায় সদা হাস্যোজ্জ্বল আয়শা আক্তার দিনাকে।
নিজের জীবন বাজি রেখে করোনা মহামারীর সময় সকল শ্রেণী-পেশার বিপদগ্রস্থ মানুষকে সহযোগিতা করতে দিন-রাত তাদের পাশে থেকে এলাকাবাসী সহ সমগ্র দেশের মানুষের মন জয় করা দিনা এবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা করছেন ভোটাররা। তাদের ইচ্ছে- অন্যান্য প্রার্থীদের তুলনায় আয়শা আক্তার দিনা পরীক্ষিত এবং মানবিক। আর তাই তারা দিনাকেই পূনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে চান।
ভিডিও সংবাদটি দেখতে এখানে ক্লিক করুন-
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৪০পিএম/১৪.১.২০২১ইং)