জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ : ২৩-২৯ অক্টোবর-২০২১ ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন উপলক্ষে নারায়ণগঞ্জে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলোরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ’র সভাপতিত্বে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার উম্মে সালমা নাজনীন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক’র সঞ্চালনায় সভায় উক্ত বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
এডভোকেসী সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৬:১৮পিএম/১২.১০.২০২১ইং)