নিজস্ব প্রতিবেদক : রাজনীতি, সমাজসেবা ও করোনায় মানবতার কল্যানে অসামান্য অবদান রাখায়,কাশফুল কালচারাল একাডেমি সম্মাননা পদকে ভূষিত হলেন তারাব পৌরসভার সাবেক সফল মেয়র ও মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম চৌধুরী।
বুধবার (৩১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে কাশফুল কালচারাল একাডেমি আয়োজিত ‘‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আমাদের সংস্কৃতির বিকাশ’’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ গুণীজন সম্মাননা পদক’ এ ভূষিত হন।
সম্মাননা পদক প্রাপ্তিতে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় ও উচ্ছ্বাস প্রকাশ করে মানবতার ফেরিওয়ালা খ্যাত তারাব পৌরসভার সাবেক সফল মেয়র ও আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, মানব সেবায় কাজ করায় পুরস্কার স্বরুপ আজ আমি যে সম্মাননা পদকে ভূষিত হলাম, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। সবচেয়ে আনন্দের বিষয় হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধের সম্মুখযুদ্ধে অংশ গ্রহণ কারী নারায়ণগঞ্জবাসীর অহংকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তার কমান্ডার এর হাত থেকে আমি সম্মাননা পদক গ্রহণ করেছি। মহান আল্লাহ তায়ালা রাব্বুল আল-আমিনের প্রতি লক্ষ্য কোটি শুকরিয়া জানাই, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে এবং সমাজ ও মানুষের সেবা করার মনমানসিকতা দিয়েছেন। আজকের এই সম্মান প্রাপ্তিতে এই সমাজ ও সমাজের অসহায়-দুস্থ মানুষদের প্রতি আমার দায়িত্ব আরও কয়েক গুণ বেড়ে গেলো। জয় হোক মানবতার।’’ এগিয়ে যাক সত্য সুন্দরের পথে চলা স্বেচ্ছাসেবী সংগঠন কাশফুল কালচারাল একাডেমি।
হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য ও শিক্ষানুরাগী হাজী মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া রাষ্ট্রীয় পুরস্কার’ পদকে ভূষিত ও স্বাধীনতা যুদ্ধে রনাঙ্গনের বীর সিপাহশালা বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (কমান্ডার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য়নির্বাহী কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম,লেখক ও গবেষক তারাপদ আচার্য্য,জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী ,পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার,শিক্ষাবিদ ও মানবধিকার কর্মী মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী ও সোনিয়া দেওয়ান প্রীতি প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠন এর সভাপতি ও টিভি অভিনেতা মোখলেসুর রহমান তোতা
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৩৬পিএম/৪.৪.২০২১ইং)