ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুরে মাদক বিক্রয়ের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ কদমতলী ও ফতুল্লা থানায় অভিযোগ দায়ের।
শুক্রবার (২ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় কুতুবপুরের পাগলা মধ্য রসুলপুর জসিম মার্কেট কালভার্ট সংলগ্ন এলাকায় নবী হাওলাদার ও কাউ কাউ সুমন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে কদমতলী ডি এম পি ঢাকা ও ফতুল্লা মডেল থানায় ঢাকামেস এলাকার বাবুলের স্ত্রী নিলুফা বেগম (৩৫) বাদী হয়ে, মধ্য রসুলপুর জসিম মার্কেট এলাকার ইমন (২৩), আসলাম (২০), রতন (২১), সোহাগ (২২), ইমন (২০), মনির (৪০), অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, বাদীর দুই ছেলে জয় (২১) এবং নিশাদ (১৯) কেপ্টিন স্টিল রোলিং মিলের কাজ শেষে বেতনের টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদেরকে রসুলপুরে নিয়ে যায়। সেখানে নিয়ে বিবাদীগণ দুই যুবকে এলোপাতাড়ী মারধর করে। বাদী তার ছেলেদের মারধরের খবর পেয়ে তার পরিবারের সবাই ছুটে যান দুই ছেলেকে ছাড়াতে, এমতাবস্থায় বাদী ও তার পরিবারের লোকজন দেখে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী কিল ঘুষি ও লাথি, থাপ্পড়, মারা সহ দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তাক্ত জখম করে। বিবাদীগণ সবাইকে এলোপাতাড়ি মেরে দুই যুবকের সাথে থাকা নগদ ১২ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। বিবাদীরা বাদীসহ তার পরিবারের লোকজনকে জানে মেরে ফেলিবে বলেও হুমকি প্রদান করে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, রসুলপুর এলাকার নবী হাওলাদারের গ্রুপের সাথে ঢাকা ম্যাচের মগা সুমন গ্রুপের মধ্যে মাদক বিক্রির টাকা ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিশাল সংঘর্ষ চলে। এতে এলাকাবাসীর মনে আতংক বিরাজ করছে বলেও জানা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আআসাদুজ্জামান বলেন, অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৫০পিএম/৩.৪.২০২১ইং)