ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আফগানিস্তানে তথাকথিত শান্তিরক্ষার্থে যুক্তরাষ্ট্রের যত সেনা মোতায়েন রয়েছে বলে জানানো হচ্ছে, প্রকৃতপক্ষে তার সংখ্যা আরও বেশি। অর্থাৎ, দেশটিতে মোতায়েন সেনাদের প্রকৃত সংখ্যা নিয়ে লুকোচুরি করছে মার্কিন প্রশাসন। গত রোববার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফগান কর্মকর্তাদের বরাতে এ তথ্য ফাঁস করেছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা তা নিয়ে শুরু থেকেই দোলাচলে রয়েছে বাইডেন প্রশাসন। যদিও তারা বলছে, তালেবানের সঙ্গে হওয়া চুক্তির আওতায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।
তবে এখন পর্যন্ত সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনও তারিখ বলা হয়নি, চোখে পড়েনি তেমন কোনও লক্ষণও। বরং মার্কিন আইনপ্রণেতারা আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমস বলছে, পেন্টাগন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা আড়াই হাজারের মতো দাবি করলেও প্রকৃতপক্ষে সেখানে রয়েছে সাড়ে তিন হাজার। অর্থাৎ, দেশটিতে আরও এক হাজার বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর সঙ্গে রয়েছে ন্যাটো জোটের আরও প্রায় সাত হাজার সেনা।
জোটের এসব সেনা মার্কিন রসদের ওপর নির্ভরশীল এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে হয় মার্কিন সেনাদেরই।
পত্রিকাটি বলছে, বিদেশে মোতায়েন সেনাদের সংখ্যা নিয়ে মার্কিন প্রশাসনের নয়ছয় করার ঘটনা মোটেও নতুন নয়। সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন, মালি- সবখানেই একই কাহিনী দেখা গেছে।
মার্কিন প্রশাসন সিআইএ বা অন্য সংস্থাগুলোর কাছে বিদেশে মোতায়েন সেনাদের বিষয়ে কদাচিৎ তথ্য দিয়ে থাকে। ‘ক্ল্যাসিফায়েড’ দাবি করা এসব তথ্য জনসম্মুখে প্রকাশেও থাকে নানা বিধিনিষেধ।
একারণে, গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে দ্রুততম সময়ে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে একই পথ অনুসরণ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্য নিরাপত্তা সংস্থাগুলো। খুব দ্রুত সেনা প্রত্যাহার হচ্ছে দেখানোও ছিল তাদের প্রকৃত সংখ্যা কম দেখানোর অন্যতম উদ্দেশ্য।
গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রশাসন ও তালেবানের মধ্যে হওয়া শান্তিচুক্তির অনুসারে, চলতি বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর দেশটি থেকে সেনা প্রত্যাহার করবেন কিনা তা দিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৩৯পিএম/১৫.৩.২০২১ইং)