সালমান আবির
______________________________________
“আমার এ প্রেম রেখেছি জমায়ে-
আমার অন্তরের শ্রোদ্ধাশীল পবিত্র ভালোবাসার মন্দিরের অন্তজালে,
আমার এ প্রেম দিন,ক্ষন বছরের শ্রেতে ভাঁসিয়ে দিতে চায়নি,
আমার এ প্রেম ভালোবাসে তোমায় প্রতিসময়,প্রতিদিন প্রতিক্ষন।
আমার এ প্রেম সৌন্দর্যের মাপকাঠিতে সর্বচ্চো মূল্যবান মানব!
আমার এ প্রেম যেনো না ঝড়ে কালরাত্রির কালো ঝড়ে!
আমার এ প্রেম বেঁচে থাকুক তোমার অসীম হৃদয়ের শ্রদ্ধার বন্দনাতে,
প্রিয় কবিতা সামানন্য একটুভালোবেসো,
ভালোবাসবো,ভালোবাসবো,ভালোবাসবো শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত বারবার চিৎকার করে বলতে থাকবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি |