সাইফুল ইসলাম, (বাগমারা) রাজশাহী : হাজার বছরের শ্রেষ্ঠা বাঙ্গালি, বাঙ্গলি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক ঘোড়াদৌড়ের আয়োজন করা হয়।
গতকাল রোববার(২৪)জানুয়ারী দুইদিন ব্যাপিয়া বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাতিয়া বিলে ঘোড়াদৌড়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় দূরদুরান্ত থেকে প্রায় ৯৬টি ঘোড়া এসে, ঘোড়াদৌড় খেলায় অংশগ্রহন করেন, তিনটি ভাগে বিভক্ত করে দুইদিন ধরে খেলা অনুষ্ঠিত হয়।
ঘোড়াদৌড় খেলার আয়োজন করেন উপজেলার চন্ডিপুর গ্রামের জনসাধারন এবং খেলাটির সভাপতিত্ব করেন আলহাজ ময়েজ উদ্দিন ও খেলার আহবায়ক ছিলেল ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম। ঘোড়াদৌড়ের ব্যতিক্রম আয়োজন করার কথা জিঙ্গেস করলে আহবায়ক নুরুল বলেন, এই ঘোড়াদৌড় খেলার আয়োজন প্রতিবছর করে থাকি, যাতে করে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা এবং তরুন সমাজকে চর্চা করানোর জন্যই এই আয়োজন।ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও পুরুষ্কার বিতরন করেন।অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সাধারন সম্পাদক বাগমারা উপজেলা আওয়ামীলীগ, আরো উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান সহসভাপতি নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগ, জাফর আলী সহসভাপতি নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগ, মোস্তাফিজুর রহমান মুকুল সাধারন সম্পাদক নরদাশ ইউপি আওয়ামীলীগ, আব্দুল হাকিম চেয়ারম্যান শুভডাঙ্গা ইউপি,গোলাম সফি কামাল বাবুল অধ্যক্ষ চক টিকরামপুর বিএম কলেজ,প্রভাষক আব্দুর রাজ্জাক, ধারাভাষ্যকার ও প্রভাষক আব্দুস সালাম, ওর্য়াড সভাপতি বাক্কার, শহিদ,রেজাউল সহ উক্ত খেলার আয়োজক কমিটির সদস্য, রশিদুল, সিরাজুল, উৎপল, শাওন,এমরান, সেলিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৪৯পিএম/২৫.১.২০২১ইং)