ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৮৮। আশরাফুল আজম তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তৈয়বুর রহমান খান জগ প্রতীকে পেয়েছেন সাত হাজার ২৮১ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন এক হাজার ৫৬৯ ভোট।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:১৫এএম/১৭.১.২০২১ইং)