কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দু’ হাজার দলিত,দু:স্থ এবং প্রতিবন্ধি অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মিডিয়া পার্টনার হিসেবে কুড়িগ্রাম প্রেসক্লাবের ত্বত্তাবধায়নে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেসমেন্ট লিমিটেড’র অর্থায়নে হিল বাংলাদেশের সহযোগিতা জেলা স্টেডিয়াম মাঠে এই কম্বল দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাইন্যান্স লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়,কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যড.আহসান হাবীব নীলু,সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:১৯পিএম/১৭.১.২০২১ইং)