জাহাঙ্গীর হোসেন : সরকারি নিবন্ধন পাওয়ায় প্রতিবন্ধীদের অংশগ্রহণে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ করেছে অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজিস্থ বাতান পাড়াস্থ সংস্থার কার্যালয় চত্বরে দোয়া ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সংস্থার সভাপতি রেহেনা আক্তার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যান সংস্থার উপদেষ্টা মাসুদ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রতিবন্ধী পরিষদের সভাপতি মোঃ লিটন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি রাসিদা বেলাল, সাংগঠনিক সম্পাদক সেন্টু মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক লাভলী রানী, সদস্য সোনিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ ভূমিহীন প্রতিবন্ধী সংস্থার মোঃ শামসুদ্দিন ও মোঃ মনির হোসেন প্রমূখ।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৩৩পিএম/২৭.১১.২০২০ইং)