নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ ‘প্যানেল মেয়র আলহাজ্ব মতিউর রহমান মতির নির্দেশে সুমিলপাড়া এসও রোড এলাকায় ওনুর জাহান নামে এক মহিলার দখলে থাকা রেলওয়ের লীজকৃত জমি দখল করার চেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বিভ্রান্তিকর ও হয়রানীমুলক সাধারণ ডায়েরি (নং ৬৩৭)’ এর ব্যাপারে আলহাজ্ব মতি বলেছেন, ‘‘আজকাল ভদ্র মানুষের কদর নেই। যারা ২০১১সাল থেকে রেলওয়ের জমি দখল করে রেখেছে তারা আজ আমার বিরুদ্ধে দখলের চেষ্টার অভিযোগ তুলে থানায় জিডি করে। আমার রেলওয়ের জায়গা দখলের দরকার কি? যেখানে রেলওয়ে কর্তৃপক্ষ নিজেই তাদের জায়গা দখলে নিতে কাজ করছে। আমার নির্দেশে রেলওয়ের লীজকৃত জায়গা দখলের যে অভিযোগ তুলে থানায় জিডি করা হয়েছে তা মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এখানে দখলকারীদের হুমকি দেয়াতো দূরের কথা এ বিষয়টি আমি জানিও না। আমি আক্তার হোসেন কিংবা অন্য কাউকে রেলওয়ের জায়গা দখল করতেও পাঠায়নি। আমি বেশ কয়েক দিন ধরে অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছি। এই সময়ে আমার বিরুদ্ধে জিডি দু:খজনক। একজন জনপ্রতিনিধি হয়ে আমার বিরুদ্ধে থানায় জিডি আমাকে হেয় করা, আমার সুনাম ক্ষুন্ন করা ছাড়া আর কিছু নয়। সাংবাদিকরা ভাইয়েরা আপনারা জাতির বিবেক। সংবাদ লেখার আগে অনুরোধ যাচাই বাছাই করে সংবাদ লিখবেন। কারণ আপনাদের লেখনীতে অনেক কিছু নির্ভর করে। আমি কার জায়গা, কখন কিভাবে দখল করলাম? সরেজমিনে এসে দেখে যান। সরকারের একজন জনপ্রতিনিধি হয়ে এরকম হীন কাজ করার জন্য কাউন্সিলর নির্বাচিত হইনি। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকাবাসীর উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছি। যা একটি কুচক্রী মহলের সহ্য হচ্ছে না। সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। তাই একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার রোধে আমি সাংবাদিক ভাইদের সহযোগীতা কামনা করছি।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা সর্বদা প্রশাসনের পাশে থেকে সহযোগীতা করে আসছি। সেখানে আমার বিরুদ্ধে হয়রানীমুলক জিডি আমাদের উন্নয়নমুলক কাজকে বাধা সৃস্টি করছে। এ ব্যাপারে প্রশাসনকেও আরো যত্নবান হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।’’
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:৫৭পিএম/২৪.১১.২০২০ইং)