মধ্যাহ্নের বিরতির আগে সাব্বির রহমান ও শুভাগত হোমের ঝড়ো ব্যাটিংয়ে ২৪৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। মাত্র ৪.৩ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে দলে যোগ করে ৩০ রান। এর মধ্যে ২৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। দু’জনে ৩টি করে বাউন্ডারি হাকিয়েছেন।
তবে আফসোসের কথা হলো, আদিল রশিদের বলে সাজঘরে ফিরেছেন সাব্বির। তার সংগ্রহ ছিল ১৭ বরে ১৫ রান।
সাকিব আল হাসানের বিদায়ের পর ক্রিজে আসেন সাব্বির রহমান। এসেই একে পর এক বাউন্ডারি হাকান। সাথে থাকা শুভাগত হোমও তাকে অনুসরণ করে বাউন্ডারি হাকান।
পর পর দুই ওভারে প্রথম সাকিব আল হাসান (৪১) ও মুশফিকুর রহিমের (৯) বিদায়ের পর জুটি বাধেন সাব্বির ও শুভাগত।
দু’জনই দলের লিড বাড়াতে হাত খুলে পেটান। নাস্তানাবুদ করেন ইংলিশ বোলারদের। তবে এ জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সকালে ব্যাট করতে নামেন ইমরুল কায়েস ও সাকিব। ৭৮ রানে সাজঘরে ফিরেন ইমরুল।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশের প্রথম ইনিংস- ২২০
ইংল্যান্ডের প্রথম ইনিংস – ২৪৪