রাজধানীর তেজগাঁও এফডিসি গেট সংলগ্ন রাস্তা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় ৬০ বছর বয়সী এই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। রোববার সকাল ৭টায় লাশটি উদ্ধার করা হয়।
কোনো যানবাহনের চাঁপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির পরণে সাদা চেক লুঙ্গি ও কালো রঙেয়ের গেঞ্জি রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।