দীর্ঘ ২৪ ঘন্টা ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ধসে পড়তে শুরু করেছে যুক্তরাজ্যের ২৪৭ বছরের পুরনো হোটেল রয়্যাল ক্ল্যারেন্স। এটি ব্রিটেনের সবচেয়ে পুরাতন হোটেল। বিবিসির খবরে বলা হয়, রয়্যাল ক্ল্যারেন্স হোটেলে শুক্রবার ভোরে আগুনের সূত্রপাত হয়েছিল। হোটেলের সামনের দিকে কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে।
খবরে বলা হয়, ১৭৬৯ সালে ডেভন কাউন্টির এক্সেটার শহর নির্মিত হোটেলটিতে শুক্রবার আগুন লাগে। এদিন স্থানীয় সময় ভোর ৫টার দিকে হোটেলের পাশের একটি গির্জায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। বিবিসি জানায়, গির্জা থেকে আগুন ক্যাসেল ফাইন আর্ট গ্যালারি, একটি ক্যাফে এবং রয়্যাল ক্ল্যারেন্স হোটেলে ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপক বাহিনীর একজন মুখপাত্র বলেন, আগুনে গ্যালারি এবং হোটেল ধ্বংস হয়ে গেছে।
হোটেলে অবস্থানরত অতিথিরা অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে তাঁদের পাসপোর্ট ও খুইয়েছেন বলে জানিয়েছেন। ভোর রাতে ফায়ার এলার্মের শব্দে ঘুম ভেঙ্গে দৌড়ে বাহিরে চলে আসায় কিছুই সাথে আনতে পারেন নি। লাকী নামের অষ্ট্রেলিয়ান এক নাগরিক জানান, সকাল ৫ টায় আমি শুধুমাত্র আমার পাসপোর্টটি হাতে করে বাইরে চলে আসি।
চিফ ফায়ার অফিসার লি হোয়েল বলেন, ‘এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে এলাকাবাসী একটি ঐতিহাসিক ভবন খুইয়েছে’।
হোটেলটির মালিক অ্যান্ড্রু ব্রাউনসোর্ড স্বাক্ষরিত হোটেলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সব জরুরী সেবা দান প্রতিষ্ঠান বিশেষ করে অগ্নি নির্বাপক বাহিনীর কাছে তাদের অসাধারণ কাজের জন্য আমরা দারুণভাবে কৃতজ্ঞ। তারা রাতভর অক্লান্ত পরিশ্রম করেছেন।
১৭৬৯ সালে ফ্রান্সের নাগরিক ফেইরি বের্লন ইংল্যান্ডে প্রথম ‘হোটেল’ শব্দ যোগ করে অনুমতির জন্য আবেদন করেছিলেন। এর আগে ল্যাটিন শব্দ হসপেস (Hospes) শব্দ ব্যবহার করা হতো যার অর্থ ছিল গেস্ট (Guest) বা অতিথি। ১৭৬৯ সাল থেকে ‘দ্যা হোটেল’ নামেই পরিচিত ছিল হোটেলটি। ১৮২৭ সালে রাজ পরিবারের সদস্য ডাচেচ অব ক্ল্যারেন্স এক্সিটারে সফরে এলে তাঁর সম্মানে নাম পরিবর্তন করে রয়্যাল ক্ল্যারেন্স করা হয়।
