রাজধানীর জুরাইনে পিতার খুনি তার মাদকাসক্ত ছেলে সুমনকে (২৮) আটক করেছে পুলিশ। কবরস্থান এলাকায় পিতা মোহর আলীকে (৬০) কুপিয়ে খুন করে ছেলে সুমন।
শনিবার বিকেলে নোয়াখালী পট্টির শিশু কবরস্থান সংলগ্ন ৩৩৩/৩ নং বাসার দোতলায় এ ঘটনা ঘটে। শনিবার রাত পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাবাকে খুন করার দায়ে অভিযুক্ত ছেলে সুমনকে আটক করা হয়েছে।