• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

৯ সেপ্টেম্বর থেকে সংসদের ২২তম অধিবেশন শুরু


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০১৮, ১:০৩ AM / ৬৪
৯ সেপ্টেম্বর থেকে সংসদের ২২তম অধিবেশন শুরু

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : চলমান জাতীয় সংসদের ২২তম অধিবেশন ৯ সেপ্টেম্বর রোববার শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার এই অধিবেশন আহ্বান করেছেন।

চলমান সংসদের এটিই হতে পারে শেষ অধিবেশন। কারণ জানুয়ারির ২৮ তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এজন্য নভেম্বরে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এই অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

অধিবেশন শুরুর একঘন্টা আগে সংসদ ভবনে এই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সংসদের ২১তম অধিবেশন ১২ জুলাই শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল ২৫টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশেন আহ্ববানের বাধবাধ্যকতা রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:০২এএম/২০/৮/২০১৮ইং)