• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

৬ হাজার ৩৯৩ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন


প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৭, ৮:১৯ PM / ৩৭
৬ হাজার ৩৯৩ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৬ হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজকের একনেক সভায় ৩ হাজার ২৫০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৮৬৫ কোটি টাকা ব্যয়ে পাঁচদোনা ভাঙ্গা ঘোড়াশাল সড়ক উন্নয়ন প্রকল্প, ৫০০ কোটি টাকা ব্যয়ে নরসিংদীর আড়িয়াল খাঁ, ব্রহ্মপুত্র, পাহাড়িয়া, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পুন:খনন, ৫৭৯ টাকা ব্যয়ে বাংলাদেশ পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি এন্ড এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রকল্প এবং ৪৬৬ কোটি টাকা ব্যয়ে সীমান্ত নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প প্রভৃতি।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:১৫পিএম/১১/৭/২০১৭ইং)