• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

৪ দিনে ভূমধ্যসাগর থেকে ২,২০০ অভিবাসী উদ্ধার : জাতিসংঘ


প্রকাশের সময় : মে ৩০, ২০১৮, ৯:৫৩ AM / ৬৬
৪ দিনে ভূমধ্যসাগর থেকে ২,২০০ অভিবাসী উদ্ধার : জাতিসংঘ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর থেকে ২,২০০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, এমনটা জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। আনাদলুর সংবাদ।

আইওএমের মুখপাত্র জয়েল মিলম্যান মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, এ বছর ১৪৭ দিনে এখন পর্যন্ত ৩০,৩০০ অভিবাসী ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশ করেছে। যার মধ্যে ৪০ শতাংশ ইতালি, ৩৫ শতাংশ গ্রিস এবং বাকি ২৫ শতাংশ স্পেন দিয়ে ইউরোপে প্রবেশ করে।

তিনি জানান, গত বছর ২০১৭ সালে একই সময়ে ৬৯,২১৯ জন এবং তার আগের বছর ২০১৬ সালে ১৯৮,৩৪৬ অভিবাসী একইভাবে এসব অঞ্চল পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করে।

এক আইওএম পরিসংখ্যানে দেখা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৬৫৫ জন অভিবাসী নৌকাডুবিতে মারা গেছে।

মিলম্যান জানায়, গত চারদিনে উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে সবচেয়ে বড় দলটি ছিল ৭২০ জনের। শনিবার এ দলটি ইতালি সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা চালায়।

আইওএম জানায়, উদ্ধারকৃতরা অধিকাংশই লিবিয়ার অধিবাসী। এ ছাড়া আফ্রিকা অঞ্চলের অন্যান্য দেশেরও মানুষও আছে এতে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৫৫এএম/৩০/৫/২০১৮ইং)