• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

৩ জুলাই বঙ্গবন্ধু ভবন চত্বর থেকে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক পদযাত্রা


প্রকাশের সময় : জুন ২৮, ২০১৮, ১০:১৪ PM / ৮৫
৩ জুলাই বঙ্গবন্ধু ভবন চত্বর থেকে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক পদযাত্রা

ঢাকারনিউজ২৪.কম, প্রেস বিজ্ঞপ্তি : বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে স্মারকলিপি পেশার্থে ধানমন্ডির বত্রিশ নংস্থ বঙ্গবন্ধুভবন চত্বর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক পদযাত্রার শুভসূচনা করা হবে।

যার ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযোদ্ধারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাঙালি জাতির স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই মহামানব জাতির পিতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শুরু হবে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক পদযাত্রা।

এই ঐতিহাসিক পদযাত্রাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি, জেলা, মহানগর ও উপজেলাসমূহের সকল নেতা-কর্মী-সদস্যসহ সর্বস্তরের প্রকৃত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে সব দ্বিধা দ্বন্দ্ব ও জড়তা ঝেড়ে ফেলে অংশগ্রহণ করার লক্ষ্যে উদাও আহ্বান জানাচ্ছি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৫৫পিএম/২৮/৬/২০১৮ইং)