• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

৩ উইকেট চাই বাংলাদেশের


প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০১৭, ১২:২৭ PM / ৩৬
৩ উইকেট চাই বাংলাদেশের

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : প্রথম টেস্টে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্বদের ফিরিয়ে ম্যাচে টাইগারদের জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলামরা। টাইগারদের জয় পেতে দরকার ৩ টি উইকেট।

এর মধ্যে ওপেনার ওয়ার্নার তার মারকুটে ব্যাটিংয়ে শতকের ঘর পার করেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ১৯৫ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য আরো ৭০ রান চাই সফরকারীদের। বাংলাদেশের চাই আর ৩ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল ১২ রানে অপরাজিত রয়েছেন। রানের খাতা খোলার অপেক্ষায় রয়েছেন প্যাট কামিন্স।
এর আগে টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংস ২২১ রানে শেষ করে, আগের ৪৩ রানের লিডসহ অজিদের সামনে দাঁড়ায় ২৬৫ রানের টার্গেট।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান করেছেন তামিম ইকবাল ৭৮, মুশফিক ৪১।

অস্ট্রেলিয়ার হয়ে ন্যাথান লিওন ৬ উইকেট তুলে নেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:২৮পিএম/৩০/৮/২০১৭ইং)