• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আযহা


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৭, ১:৪২ AM / ৪২
২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আযহা

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আগামী ২ সেপ্টেম্বর শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ বুধবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ্জ মাস গণনা করা হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. আবদুস সামাদ, মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহ্মাদ, ধর্মসচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৪০এএম/২৪/৮/২০১৭ইং)