• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

শোক দিবস উপলক্ষে গণভোজে


প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০১৮, ১০:৩১ PM / ৩৫
শোক দিবস উপলক্ষে গণভোজে

নিউজডেস্কঃ  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চার লাখের বেশি মানুষের জন্য গণভোজের আয়োজন করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। গতকাল শিল্পকলা একাডেমি মাঠে তিনি সব ইউনিয়ন ও পৌরসভার জন্য ২০৭টি গরু হস্তান্তর করেন তিনি। এছাড়া মন্দির প্রতিনিধিদের কাছে ১৫ লক্ষ টাকা হস্তান্তর ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের জন্যও ভোগের আয়োজন করেছেন।

আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক জানান, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এমপি একরামুল করিম চৌধুরীর এ ব্যতিক্রম আয়োজন প্রশংসার যোগ্য। দেশের কোথাও এত বড় আয়োজন করা হয় না। এবারও গরিব, দুস্থসহ সর্বস্তরের জন্য ভোজ, মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া করা হবে।

এমপি একরামুল করিম চৌধুরী জানান, ”বঙ্গবন্ধু এ দেশে স্বাধীনতা এনেছেন। যার কারণে আমি সাধারণ ঘরে জন্ম নিয়েও জনগণের ভোটে আজ এমপি নির্বাচিত হয়েছি। দেশ স্বাধীন না হলে কিছুই হতাম না তাই তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও আমি এ আয়োজন করেছি। তবে এবার আমার নির্বাচনী এলাকা ছাড়াও আরও দুটি উপজেলা সংযোজিত করেছি।”

(ঢাকারনিউজ২৪.কম/ইবি/১০ঃ৩৪পিএম/১৪/৮/২০১৮ইং)