• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

১১৯ বছর পর নামাজ আদায় হলো যে মসজিদে!


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০১৯, ১০:৪৯ AM / ৩৪
১১৯ বছর পর নামাজ আদায় হলো যে মসজিদে!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : দীর্ঘ ১১৯ বছর পর নামাজ আদায় করা হলো অটোমান সাম্রাজ্য তথা উসমানীয় খিলাফতের সময়কার এক মসজিদে। তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে অবস্থিত মসজিদটিতে বুধবার প্রথমবারের মতো নামাজ আদায় করা হয়।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে বলেছে, হারপুত জেলার দাবাখান মসজিদটি ৪৫০ বছর আগের। স্থানীয় মিউনিসিপ্যালিটি মসজিদটি ব্যাপকভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছে। যদিও আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

হারপুত জেলার মেয়র মুকাহিত ইয়ামলমাজ নামাজ আদায়ের পর সাংবাদিকদের বলেন, তারা একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকলেন। হারপুত জেলা চার হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির মিলনস্থল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

মেয়র বলেন, ‘১১৯ বছর পর দাবাখান মসজিদ পুনরায় চালু হওয়ায় আমরা গর্বিত।’

খবরে বলা হয়েছে, হারপুত দুর্গের উত্তর-পূর্বে অবস্থিত মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। ২৫ বর্গফুটের মসজিদটি সপ্তদশ শতকের ওসমানীয় স্থাপত্যের নিদর্শন।

ঐতিহাসিক সিল্ক রুট ব্যবহারকারী পথিকরা মসজিদটি ব্যবহার করতেন বলে মনে করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪৮এএম/২৯/৩/২০১৯ইং)