• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

১১২ টাকায় না’গঞ্জ জেলা প্রশাসনে ১৪ জনের সরকারি চাকরি


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৭:২৪ PM / ৩৯
১১২ টাকায় না’গঞ্জ জেলা প্রশাসনে ১৪ জনের সরকারি চাকরি

সোনিয়া দেওয়ান প্রীতি : শুধুমাত্র ১১২ টাকা আবেদন ফি দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনে ৭টি ক্যাটাগরিতে ১৪ জনকে চাকরি দেয়া হয়েছে। অনেক আবেদনের মধ্য থেকে যাচািই বাছাইয়ের পর তাদের চূড়ান্তভাবে এ নিয়োগ দেয়া হয়।

৩ নভেম্বর (সোমবার) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হাতে তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সম্পূর্ণ নিয়োগ প্রক্রীয়ার নিয়মনীতি মেনে স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মাত্র ১১২ টাকায় সম্পন্ন করেছি। শুধুমাত্র অনলাইনের আবেদন ফি ছাড়া কোনো ধরনের আর্থিক ব্যয় করেননি নিয়োগপ্রাপ্তরা। আমাদের নৈতিক দায়িত্ব ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা। তাই দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।

আমরা আশা করি, নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রেও তাদের সততা ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালনে ভূমিকা রাখবেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।