• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

১০ মার্চ থেকে নারীদের ম্যারাথন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০১৭, ৯:১৫ AM / ৩৯
১০ মার্চ থেকে নারীদের ম্যারাথন

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ‘নারীর নিরাপত্তার জন্য ক্ষমতায়ন’ এই স্লোগানে এভারেস্ট একাডেমি ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড যৌথভাবে আয়োজন করছে ‘ঢাকা উইমেন্স ম্যারাথন ২০১৭’। আগামী ১০ মার্চ সকাল ৭ টায় ঢাকার হাতিরঝিলে শুরু হবে ১০ কিলোমিটারব্যাপী এই ম্যারাথন।

অধিকার নিশ্চিত করতে নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে অনুপ্রেরণা সৃষ্টি করতেই এমন আয়োজন। হাতির ঝিল পুলিশ প্লাজা কনকর্ড থেকে শুরু করে মেরুল, রামপুরা টিভি সেন্টার, মহানগর, মধুবাগ, মগবাজার মূল সড়ক, এফডিসি, তেজগাঁও, আড়ং পয়েন্ট, নতুন রাস্তা, তেজগাঁও লিঙ্ক রোড, মহাখালি বাসস্ট্যান্ড হয়ে আবার তেজগাঁও লিঙ্ক রোড, নতুন রাস্তা হয়ে পুলিশ প্লাজা কনকর্ডে এসে শেষ হবে ম্যারাথন।

ম্যারাথনের সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলদেশ পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:১২এএম/২২/২/২০১৭ইং)