• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০২:০২ অপরাহ্ন

১০,৬৭৭ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ


প্রকাশের সময় : জুন ১২, ২০১৭, ৪:৩৪ PM / ৩৫
১০,৬৭৭ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জোটের এ দেশগুলাত ১০ হাজার ৬৭৭টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত সেকেন্ড অ্যামেডমেন্ট অব দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট’-এর অনুসমর্থনে অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম জানান, দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) এর আওতায় বর্তমানে চার হাজার ৬৪৮টি পণ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। দ্বিতীয় সংশোধনীর ফলে এখন মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী, ভারত অংশ সাধারণ তালিকার সব সদস্য দেশকে তিন হাজার ৩৮১টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্কমক্ত সুবিধা দেবে। চীন সাধারণ তালিকার সব সদস্যকে ২ হাজার ৩৭২টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক সুবিধা দেবে। দক্ষিণ কোরিয়া সাধারণ তালিকার সদস্য দেশগুলোকে তিন হাজার ৩৫৭টি পণ্যে ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক সুবিধা দেবে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:৩০পিএম/১২/৬/২০১৭ইং)