• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১১:৪৪ PM / ৭৯
হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মো. তপন সরকার, হোমনা : কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। তিনি বলেন, হোমনায় বারবার যারা অরাজকতা সৃষ্টি করতে চায় কিংবা জনগণকে ব্যবহার করে বিভ্রান্ত করতে চায় তাদের দিন শেষ। হোমনার জনগণই নির্ধারণ করবে হোমনার নেতৃত্ব কে হবে। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, গডফাদাররা সতর্ক হোন। যারা হোমনার মানুষকে ডেকে নিয়ে কুপরামর্শ দেন, তারা কখনো এ অঞ্চলের কল্যাণ চাননি। তারা একসময় এম কে আনোয়ারকে হয়রানি করেছে, আবার মুরাদনগরের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে ষড়যন্ত্র করেছে। নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, আমি হোমনার ভাড়াটিয়া নই, আমি হোমনার ভোটার।

হোমনা আমার বাড়ি। জনগণের স্বার্থেই হোমনার রাজনীতিতে আমার অবস্থান। তিনি আরও যোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোট দিতে অভ্যস্ত নয়। আপনারাই তাদের উৎসাহের সাথে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। মনোনয়ন প্রত্যাশী নেতা হিসেবে বলছি—ধানের শীষ যেই পাবে, আমরা সবাই ধানের পক্ষেই একসাথে কাজ করব।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি’র সভাপতি মেহেদী হাসান পলাশ, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানা উল্লাহ সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান জকি, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে এই দিনে নিদারুণ দুঃসময়ে দেশ প্রেমিক জনগণের পাশে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেভাবে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, ৭ই নভেম্বরের চেতনাকে বুকে ধারন করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনে অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে বিএনপি মনোনয়ন দেয়ার জন্য বিএনপির হাই কমান্ডের প্রতি আহবান জানান বক্তারা।