• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মুখে প্রবীন অভিনেতা


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০১৮, ১১:১৪ AM / ৫৬
হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মুখে প্রবীন অভিনেতা

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে ভারতের রাজস্থানের আজমীর শহরে বাতিল করা হয়েছে বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের একটি অনুষ্ঠান।

আজমীর সাহিত্য উৎসবে শুক্রবারই মূল ভাষণ দেওয়ার কথা ছিল শাহর। ওই শহরেই তিনি স্কুলে পড়াশোনা করেছেন।

এই সপ্তাহে দেওয়া একটি সাক্ষাৎকারে এই অভিনেতা মন্তব্য করেছিলেন, ভারতে একজন পুলিশ অফিসারের মৃত্যুর থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে গরু মারা যাওয়ার ঘটনা।

ডিসেম্বরের শুরুর দিকে উত্তর প্রদেশের বুলন্দশহরে গো-হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়ালে এক পুলিশ অফিসার নিহত হন। রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও কর্মকর্তাদের একটি বৈঠকে বেশি গুরুত্ব দিয়েছিলেন যে কীভাবে গো-হত্যা হলো, সেই তদন্তের ওপরে। আর পুলিশ অফিসারের মৃত্যুকে তিনি বলেছিলেন, ‘দুর্ঘটনা’।

একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ‘কারওয়ান-এ-মুহব্বত’ নামের একটি অনুষ্ঠানের অংশ হিসেবে নাসিরুদ্দিন শাহ একটি ভিডিও সাক্ষাৎকার দেন, যেটি গত সোমবার ইউটিউবে আপলোড করা হয়েছে। সেখানেই তিনি উত্তরপ্রদেশের হিংসাত্মক ঘটনাটি নিয়ে ওই মন্তব্য করেন।

আর তারপর থেকেই দক্ষিণপন্থি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি তার ব্যাপক সমালোচনা শুরু করেছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার আজমীর সাহিত্য উৎসব চত্বরে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা যুব মোর্চা সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা হাজির হয়ে স্লোগান দিতে থাকেন।

কালি মাখিয়ে দেওয়া হয় শাহর ছবি দেওয়া যেসব পোস্টার লাগানো হয়েছিল, তার ওপরে। তারা দাবি করেন, নাসিরুদ্দিন শাহকে যেন ওই অনুষ্ঠানে কথা বলতে না দেওয়া হয়।

তবে নাসিরুদ্দিন শাহ শুক্রবার সময় মতোই আজমীরে গিয়েছিলেন। নিজের ছোটবেলার স্কুলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। সেখান থেকেই উৎসবে যাওয়ার কথা ছিল।

এরপরই তার জন্য অপেক্ষমান সাংবাদিকদের শাহ বলেন, ‘আমি একজন দুশ্চিন্তাগ্রস্ত ভারতীয় হিসেবেই ওই মন্তব্যগুলো করেছিলাম। এসব কথা তো আগেও বলেছি। এবার নতুন কী বলেছি যার জন্য আমাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে?’

‘সমালোচনা শুনতে আমি রাজি। তারা যদি আমার সমালোচনা করার অধিকারী হয়, আমারও সেই একই অধিকার রয়েছে। আমি যে দেশটাকে ভালবাসি, যে দেশে আমি থাকি, তার জন্য উদ্বেগ থেকেই ওই কথাগুলো বলা। এটা কি অপরাধ?’

এদিকে ২০১৫ সালে আমির খান ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে মন্তব্য করে হিন্দুত্ববাদীদের সমালোচনার মুখে পড়েছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:১৫এএম/২২/১২/২০১৮ইং)