• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২০, ৭:১২ PM / ২৮
হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য

ষ্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড এর পূর্ব নন্দলালপুরস্থ হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৯ শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এস সি) পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের কৃতিত্ব দেখিয়েছে।

২০১৯ শিক্ষাবর্ষে ওই স্কুল থেকে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ৪ জন শিক্ষার্থী এ+ অর্জন করে। বাকী ৬৬ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে পাশ করে শতভাগ সাফল্য বয়ে আনে।

জে এস সি পরীক্ষায় শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছাস প্রকাশ করেন স্কুলের সংশ্লিষ্টরা, পাশাপাশি তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। স্কুলের প্রধান শিক্ষক এ এস এম সায়েম, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা সহ স্কুলের সংশ্লিষ্টরা সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এ সাফল্যের ধারা অব্যাহত রাখার মাধ্যমে আগামীতে আরো ভাল ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন স্কুলের প্রধান শিক্ষক এ এস এম সায়েম।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৭:১৩পিএম/১/১/২০২০ইং)