• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

হবিগঞ্জে মসজিদে শিরনি বিতরণ নিয়ে দ্বন্দ্ব, যুবক খুন


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০১৮, ১১:৫৯ AM / ৫২
হবিগঞ্জে মসজিদে শিরনি বিতরণ নিয়ে দ্বন্দ্ব, যুবক খুন

ঢাকারনিউজ২৪.কম, হবিগঞ্জ : জেলার মাধবপুরে মসজিদে শবে মেরাজের মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের টেটার আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল ১৪ এপ্রিল, শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন হেলাল মিয়া (৩৫)। হেলাল ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।

হেলালের ভাই ফয়সল মিয়া জানান, পবিত্র শবে মেরাজ উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে হেলালের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে মসজিদ থেকে বের হলে প্রতিপক্ষের ১০/১২ জন হেলালের ওপর হামলা করে।

এক পর্যায়ে হেলালের বুকে তাদের টেটার আঘাত লাগে। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৫৫এএম/১৫/৪/২০১৮ইং)