• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

হকের বিচার হবেই


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০১৮, ২:১১ PM / ৪১
হকের বিচার হবেই

(১৫ই আগষ্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উৎসর্গ করে)
এমদাদুল হক মিলন
______________________________________________________
বুকের গহীনে দিয়েছি ঠাঁই দিয়েছি বঙ্গ-পিতা,
তুমি না আসলে ধরাতে স্বাধীনতা পেতাম না।
৭ই মার্চের ভাষণ শুনেছেন নিজ গুণে যারা,
বুকেতে হাত রেখে বলুন মিথ্যা কি ছিল ওটা,
নিজের রক্তের মিনিময়ে  চেয়েছিল স্বাধীনতা।

নিজের হাতে গড়লেন নিজে স্বাধীন বঙ্গভূমি,
কা-পুরুষের মত সেদিন লুকিয়ে থাকেন নি।
দিয়েছেন ডাক ৭ কোটি মানুষকে মুক্ত করতে,
নিজের সুখ দুপায়ে মারিয়ে সকলের সুখেতে।
বিনিময়ে ঝরলো রক্ত নির্বংশ হলো নিজ বংশ!

যখন মরেছেন নিজে তখনও দিয়েছেন ডাক,
তোরা কি আমায় মারতে চাস স্বাধীন দেশে!
তবে মীর-জাফরের দল কেন বেঁচে রয় বঙ্গেতে?
হাহাকার করে বঙ্গভূমি,বাংলার বীরের মৃত্যু,
শুধু একা নয় মাসুম সন্তানসহ পুরো গোষ্ঠিশুদ্ধ!

আজও তাজা শোক বহন করে চলেছে বঙ্গকণ্যা,
জাতির বিবেকের কাছে প্রশ্ন এই কি বদান্যতা?
উপকারের প্রতিদান কি হওয়া উচিত ছিল এমন,
একজনের অপরাধে শাস্তি পাবে পুরো জাতিশুদ্ধ!
মানবে না বৃদ্ধ-বনিতা-শিশু কিংবা গৃহবধু ওরা,
মেরেছে গোষ্ঠির ছাও পুনাসহ যা আছে সব সারা!

সত্যের জয় পৃথিবীতেই হয় আজ অথবা কাল,
সব কিছুর আছে শেষ মনে রেখো সবাই ওরে!
মেরেছে যারা ন্যায় বিচারে মরেছেন তারা বঙ্গেতে।
আজও যারা আছেন জীবিত ছাড়া পাবেন না ,
দুনিয়াতে মুক্তি মিললেও শাস্তি হবে পরকালে তা।