• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

স্বাক্ষী


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২০, ১১:৩৯ PM / ৩৩
স্বাক্ষী

আবু নাসির

________________________________________

নিশিকান্ত! বলতো তোমার
ঘুম ভাঙ্গবে কবে
কবে তোমার আঁধার কেটে
আলোর ভোর হবে!
নিশিকান্ত! বলতো তোমার
আঁধার কেনো এতো ভালো লাগে
খুশি হয়না তোমার আঁধার ভরা মন
বুকে যখন চাঁদের জ্যোৎস্না জাগে!
নিশিকান্ত! কেনো ভয় তোমার
উজ্জল দিনের আলো
নিশি নাম বলে কি তোমার
মন এতোটাই কালো!
নিশিকান্ত মুখ ফুটে কয়
শোনেন কর্তা মহাশয়
আমি যা কিছুর চাক্ষুস সাক্ষী
তা যদি সবাইকে দেই বলে
ইজ্জত হারিয়ে সবার আগে
যেতে হবে আপনাকে জেলে।
রাতের আঁধারে যে অন্যায় ঘটে
তা সবই মোর জানা
আপনাদের ইজ্জত বাঁচাতে
মুখকে করেছি মানা।
যেদিন মহা বিচারকের কাছে
বিচার চাইবে সব দুঃখী
সেদিন আমি করবো না ভয়
দিবো! আপনার বিরুদ্ধে স্বাক্ষী।