• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

স্বপ্ন বিলাস


প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০১৮, ১২:১৬ AM / ৩৯
স্বপ্ন বিলাস

ঈস্পিতা অবনী চৌধুরী
_____________________________________________________________
যে ভেতরমহল সাঁতার গাইছে তোমার ভেতর
তাকে একটু স্নান
আমাদের ভাগ থেকে সামান্য সুরক্ষা শান্ততা
ভূখণ্ড
সীমারেখায় তৈরি মেঘপ্রভাতী
খুব মায়া আসছে তোমার
তাই না ? আমারও আসছে খুব
আশ্চর্য এমন অপভ্রংশ
রক্তের বিখ্যাত গোঙানি
ঘুম কই
সারারাত কার আওয়াজ
যদি কোনোদিন তোমার আর আমার সাঁতারের মধ্যে মোহব্বত হয়
যদি একটিরাত ভালোবাসার স্টেশনমাষ্টার খুলে রাখে
অর্ধশতাধিক চশ্মার অনুবাদ
সেদিন জেগে থেকেো
আমিও থাকবো
শূন্যতায় ঢেকে রাখবো নগ্নতার পট্টবস্ত্র
ভালোবাসা বড় হবে ধীরে ধীরে
এত বড় হবে যে
আমরা দুজনেই তাকে
সন্তান বলে ডাকবো।